ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

হেপাটাইটিস-বি ভাইরাস নিয়ে সচেতনতামূলক সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
হেপাটাইটিস-বি ভাইরাস নিয়ে সচেতনতামূলক সভা হেপাটাইটস-বি ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক অভিভাবক সভা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নিরব ঘাতক হেপাটাইটস-বি ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ এপ্রিল) সকালে পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা, শ্রম, বন ও পরিবেশ রক্ষা সোসাইটি এর আয়োজন করে।

চাঁদের হাসি স্বাস্থ্য সেবা প্রকল্পের আওতায় এ সভায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।  

কলেজের প্রধান শিক্ষক সালমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার গোলাম শাহনেওয়াজ।  

সভায় উপস্থিত ছিলেন- পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) আব্দুস সহিদ মুন্সী, হেপাটাইটিস বি-ভাইরাস বিষয়ে অভিজ্ঞ ডা. মো. ওমর ফারুক ও চাঁদের হাসি স্বাস্থ্য সেবা প্রকল্পের লক্ষ্মীপুর শাখার সহকারী পরিচালক মো. মোরশেদ আলম প্রমুখ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) ও  সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সংক্রান্ত বিভিন্ন জরিপের তথ্য থেকে জানা গেছে, বিশ্বে ২ বিলিয়ন মানুষ হেপাটাইটিস বি-ভাইরাসে আক্রান্ত। বছরে মারা যায় এক বিলিয়নেরও বেশি মানুষ। বাংলাদেশের মোট জনসংখ্যার ৮ থেকে ১০ শতাংশ মানুষ হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত; বছরে মারা যায় প্রায় ৩০ হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এসআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।