ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

১৫ কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ, ৫ জনের সাজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, মে ৭, ২০১৮
১৫ কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ, ৫ জনের সাজা নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-৩ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ছবি: বাংলানিউজ

ঢাকা: নকল ও ভেজাল ওষুধ বিক্রির দায়ে পুরান ঢাকায় পাঁচজনকে দুই বছর করে কারাদণ্ড ও আট লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রায় ১৫ কোটি টাকা মূল্যের নকল ও ভেজাল ওষুধও জব্দ করা হয়েছে।

সোমবার (৭ মে) রাতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-৩ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

সারোয়ার আলম বাংলানিউজকে জানান, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মিটফোর্ড এলাকার ওষুধের দোকানগুলোতে অভিযান চালানো হয়।

এ সময় প্রায় ১৫ কোটি টাকা মূল্যের নকল ও ভেজাল ওষুধ জব্দ করা হয়।

তবে প্রাথমিকভাবে দণ্ডপ্রাপ্তদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, মে ০৮, ২০১৮
পিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।