ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

পপুলার ডায়াগনস্টিককে ২৫ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
পপুলার ডায়াগনস্টিককে ২৫ লাখ টাকা জরিমানা

ঢাকা: রোগ নির্ণয়ের পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারের দায়ে রাজধানীর ধানমন্ডি-২ নম্বর রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-২ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

সারওয়ার আলম জানান, ডায়াগনস্টিক সেন্টারটির ল্যাব ও স্টোররুমে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে রি-এজেন্ট পাওয়া যায়।

যেগুলোর মেয়াদ ২০১৬ সাল বা ২০১৭ সালে শেষ হয়েছে। রি-এজেন্ট মেয়াদোত্তীর্ণ হলে টেস্টে সঠিক রিপোর্ট নাও আসতে পারে। ভুল রিপোর্টের কারণে ভুল চিকিৎসা হতে পারে।
 
ভোক্তার সঙ্গে এমন প্রতারণার কারণে প্রতিষ্ঠানটিকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।

অভিযানের পরও বড় বড় হাসপাতালগুলো এমন অপকর্ম চালিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে সারওয়ার আলম বলেন, ২০১৫ সালে এই ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান চালিয়ে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এবার অভিযানে এসে অনিয়ম পেয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করার কথা ভেবেছিলাম। কিন্তু প্রতিষ্ঠানটিকে সিলগালা করলে এখানে টেস্ট করিয়েছেন এমন অনেক রোগী ক্ষতিগ্রস্ত হবেন। তবে পরবর্তীতে এমন অভিযোগ পেলে তাদের আরও বড় শাস্তি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।