ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ইউজিসি'র অভিন্ন নীতিমালা প্রত্যখ্যান ইবি শিক্ষকদের

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
ইউজিসি'র অভিন্ন নীতিমালা প্রত্যখ্যান ইবি শিক্ষকদের ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি: পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রস্তাবিত অভিন্ন নীতিমালা প্রত্যখ্যান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। 

বুধবার (২৫ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শিক্ষক সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।  

সভা শেষে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অলিউল্ল্যাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অলিউল্ল্যাহ বাংলানিউজকে বলেন, ‘বর্তমানে যে নীতিমালা রয়েছে তা আমাদের জন্য কার্যকরী। কিন্তু সম্প্রতি প্রকাশিত ইউজিসি প্রণীত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক নিয়োগ, পদোন্নতি-পদোন্নয়নের বিষয়ে অভিন্ন নীতিমালাগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বায়ত্তশাসনের ধারণার পরিপন্থী। আমরা চাই পুনরায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ নীতিমালা শিক্ষক বান্ধব করা হোক। ’

জানা যায়, শিক্ষক সমিতির সাধারণ সভায় বেশ কিছু তথ্য নেওয়া হয়। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক নিয়োগ, পদোন্নতি-পদোন্নয়নের বিষয়ে প্রণীত অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান, কল্যাণ তহবিলের সুযোগ-সুবিধা বৃদ্ধি, সেশন বেনিফিট পুনরায় চালু, শিক্ষকদের পরিবহন ব্যবস্থা বৃদ্ধি, সরকার ঘোষিত ৫ শতাংশ সুদে ঋণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে চালু উল্লেখযোগ্য।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।