ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

১৫ আগস্ট সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
১৫ আগস্ট সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ফাইল ফটো

ঢাকা: জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট কমিউনিটি ক্লিনিকসহ দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা ও রোগ নির্ণয় পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
 

এদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বহির্বিভাগ ও অভ্যন্তরীণ বিভাগে ২৪ ঘণ্টা বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশ দেন তিনি।
 
মঙ্গলবার (৭ আগস্ট) সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্বকালে এ নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।


 
এছাড়া ১৫ আগস্ট সকালে ধানমন্ডি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ এবং অধিদপ্তরগুলোতে মিলাদ মাহফিল ও আলোচনা সভাসহ সারাদেশে এ উপলক্ষে মিলাদ ও আলোচনা সভার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়টি।
 
সভায় অন্যদের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ার, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।    
 
এদিকে, রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিয়ে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে ডেনমার্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।  
 
মঙ্গলবার সচিবালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল হেমনিটি উইনথার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ আহ্বান জানান।
 
এ সময় ডেনমার্কের রাষ্ট্রদূত বাংলাদেশে যৌথভাবে ডায়াবেটিক সচেতনতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণের আহ্বান জানান এবং মন্ত্রী তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
 
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮
এমএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।