ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

হাসপাতালের ৬ চিকিৎসকের সবাই অনুপস্থিত!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
হাসপাতালের ৬ চিকিৎসকের সবাই অনুপস্থিত! ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (ফাইল ফটো)

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদফতরের ঊধ্বর্তন কর্মকর্তারা। অভিযানে দেখা যায়, হাসপাতালের ছয় চিকিৎসকের কেউ-ই কর্মস্থলে উপস্থিত নেই। স্থানীয় রোগীদের ভোগান্তি চরমে থাকলেও হাজির নেই অনেক কর্মকর্তা-কর্মচারীও। 

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) সকালে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন স্বাস্থ্য অধিদফতরের রংপুর বিভাগীয় পরিচালক ডা. অমল চন্দ্র সাহা।

 

বাংলা‌নিউজকে তিনি জানান, ঝটিকা অভিযানে দেখা যায়- উপজেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফ) ডা. মেশকাতুল আবেদসহ কর্মরত ছয় চি‌কিৎসকের সবাই অনুপ‌স্থিত ছিলেন। এছাড়া নার্স ও অন্যান্য পদের ২১ জন স্টাফের কাউকে-ই যথাসময়ে উপ‌স্থিত পাওয়া যায়নি।

ডা. অমল জানান, স্বাস্থ্য বিভাগের ওপর বর্তমান সরকারের বিশেষ নজরদা‌রি রয়েছে। এর অংশ হিসেবেই মঙ্গলবার এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, ‘হাসপাতালে আমাদের যাওয়ার খবর পেয়ে একে এ‌কে সবাই উপ‌স্থিত হতে থাকেন। কিন্তু কেউ-ই যথাসময় উপস্থিত হতে পারেননি। এটা প‌রিবর্তন হওয়া জরুরি। ’

‌এ বিষয়ে ছয় চি‌কিৎসকসহ ২৭ কর্মকর্তা-কর্মচা‌রীর বিরু‌দ্ধে বিভাগীয় ব্যবস্থা নি‌তে কু‌ড়িগ্রাম সি‌ভিল সার্জন‌কে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে ব‌লেও জানান ডা.অমল চন্দ্র সাহা।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।