ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

খাগড়াছড়িতে অসহায় ২৫০ চক্ষুরোগীকে সেবা দিলো সেনাবাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
খাগড়াছড়িতে অসহায় ২৫০ চক্ষুরোগীকে সেবা দিলো সেনাবাহিনী চোখ পরীক্ষা করছেন এক চিকিৎসক, ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও গরিব ২৫০ চক্ষুরোগীর চিকিৎসার ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (১০ মার্চ) সকাল থেকে জেলার চার উপজেলা ও রাঙ্গামাটির লংগদু উপজেলার ২৫০ রোগীকে এ চক্ষুসেবা দেওয়া হয়। চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এ চক্ষুসেবার আয়োজন করে।

এ উপলক্ষে রোববার দুপুরে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অডিটরিয়ামে আলোচনা সভায় আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার আহমার উজ্জামান, সিভিল সার্জন ড. ইদ্রিস মিয়া, লায়ন মো. হাবিব, পৌরসভার মেয়র রফিকুল আলম,  লে. কর্নেল মিজানুর রহমান।
 
প্রতিবছরই এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করে থাকে সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।