ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিশ্ব কিডনি দিবসে বরিশালে র‌্যালি-সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
বিশ্ব কিডনি দিবসে বরিশালে র‌্যালি-সভা র‌্যালি, ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘সুস্থ কিডনি সবার জন্য-সর্বাত্র’ এই স্লোগান নিয়ে বরিশালে বিশ্ব কিডনি দিবস পালন করা হয়েছে।

সরকারি কোনো কর্মসূচি না থাকলেও অ্যারিজোনা কিডনি ডায়ালাইসিস সেন্টার নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান দিবসটি পালন করেছে।

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে কবি জীবনানন্দ দাস সড়কে(বগুড়া রোড) থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা কিডনি রোগের সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

র‌্যালি শেষে কবি জীবনানন্দ দাস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যারিজোনা কিডনি ডায়ালাইসিস সেন্টারের জ্যেষ্ঠ চিকিৎসক ডা. হাসিবুর রহমান।

এসময় তিনি বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্য ও কিডনি সুস্থ রাখতে বেশি করে বিষমুক্ত ফলমূল ও শাকসবজি খেতে হবে। তৈলাক্ত, চর্বিযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন, লবন ও চিনি কম খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি পান এবং পরিবারের কারোও কিডনি রোগের ইতিহাস থাকলে তা চিকিৎসককে অবহিত করার পরামর্শ দেন তিনি।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি অ্যারিজোনা কিডনি ডায়ালাইসিস সেন্টারের অপারেশন ইনচার্জ মুহাম্মদ ইউনুস, জ্যেষ্ঠ ম্যানেজার মো. সোহাগ প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।