ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সখীপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
সখীপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প সখীপুরে বিনামূল্যের চক্ষু সেবা

টাঙ্গাইলের সখীপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) উপজেলার বড়চওনা চৌধুরীবাড়ি এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।  

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং ভিশন কেয়ার ও স্বেচ্ছাসেবী সংগঠন বড়চওনা প্রবীণ কল্যাণ কেন্দ্রের উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

এতে উপজেলার দুই শতাধিত প্রবীণ নারী এবং পুরুষ রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা ও ওষুধ হয়।  

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসক প্রফেসর ডা. শরিফ আহমেদ, ডা. এম এ খালেকসহ অন্যান্য চিকিৎসকরা এ সেবা দিয়েছেন।  

এসময় চক্ষু রোগীদের চোখের যাবতীয় পরীক্ষ-নিরীক্ষা করে বিনামূল্যে চিকিৎসা ও ছানি পড়া রোগীদের অপারেশনের জন্য বাছাই করা হয়।

ক্যাম্পে প্রবীণ কল্যাণ কেন্দ্রের সভাপতি শাহ্জালাল চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান হারেস, অধ্যাপক নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।