ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

দাউদকান্দিতে চক্ষু চিকিৎসা দিচ্ছে বসুন্ধরা আই হসপিটাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
দাউদকান্দিতে চক্ষু চিকিৎসা দিচ্ছে বসুন্ধরা আই হসপিটাল রোগী দেখছেন একজন চক্ষু চিকিৎসক। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কাউয়াদি রূপকার সমাজকল্যাণ তরুণ সংঘ ও ভিশন কেয়ার ফাউন্ডেশন ও বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে ওষুধ সরবরাহ, ছানি অপারেশন ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় কুমিল্লা দাউদকান্দি উপজেলার পূর্ব কাউয়াদি এলাকার ইক্বরা আইডিয়াল স্কুলে এ চক্ষু সেবা ক্যাম্প শুরু হয়। ক্যাম্পটি চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।

কাউয়াদি রূপকার সমাজকল্যাণ তরুণ সংঘের সহ-সভাপতি আব্দুল কাদির বলেন, আমরা প্রায় ১২শ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেবো।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।