ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ঢাকায় ২১ জুন পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, মে ৯, ২০১৯
ঢাকায় ২১ জুন পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস  গ্রাফিক্স ছবি

ঢাকা: ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে। এতে যোগ প্রদর্শন ও গণ যোগ সেশন থাকবে। 

বৃহস্পতিবার (৯ মে) ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়।  

যোগ সেশনে অংশগ্রহণকারীদের জন্য সকাল ৬টা থেকে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের যোগ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। সব অংশগ্রহণকারী অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে যোগ ম্যাট, টি-শার্ট পাবেন।  

২০১৫ সাল থেকে ভারতীয় হাইকমিশন বাংলাদেশে আন্তর্জাতিক যোগ দিবস পালন করে আসছে। ২০১৮ সালে প্রায় ৮ হাজার লোক বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে অংশ নেয়। এবার আরও বেশি লোক এ কর্মসূচিতে অংশ নেবেন বলে আশা করছে ভারতীয় হাইকমিশন।  

২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘ আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণা দেয়। ভারতের দেওয়া এ প্রস্তাবটি ১৭৫টি রাষ্ট্রের সমর্থনের মধ্য দিয়ে দিবসটি আন্তর্জাতিকভাবে এখন পালিত হয়ে আসছে। জাতিসংঘের কোনো প্রস্তাবের প্রতি এটিই ছিল সর্বোচ্চ সংখ্যক রাষ্ট্রের সমর্থন দেওয়ার রেকর্ড।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মে ০৯, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।