ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে সাড়ে তিন লাখ শিশু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জুন ২০, ২০১৯
রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে সাড়ে তিন লাখ শিশু সংবাদ সম্মেলন, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর ৯ উপজেলায় এবার সাড়ে তিন লাখেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেল ৩টায় রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ লক্ষ্যমাত্রার কথা জানানো হয়।  

এতে জানানো হয়, জেলা ও মহানগরে মোট শিশুর সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ১৬ জন।

আগামী শনিবার (২২ জুন) রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।  

মহানগর এলাকার মোট ৬২ হাজার ৬৬৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৯৩৭ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়া জেলার ৯ উপজেলায় মোট ২ লাখ ২৯ হাজার ৩৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলর খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৪৬৬ শিশুকে একটি করে নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬২ হাজার ৮৮২ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান। এ সময় ডেপুটি সিভিল সার্জন তথ্য-উপাত্ত তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।