ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ঠাকুরগাঁওয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জুন ২২, ২০১৯
ঠাকুরগাঁওয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হচ্ছে। ছবি: বাংলানিউজ

ঠাকুরগাঁও: ‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’-এ স্লোগানকে সামনে রেখে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২২ জুন) সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম। এর মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছরের শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রভাষ কুমার দাস, মেডিকেল অফিসার সুব্রত কুমার সেন প্রমুখ।

সারাদেশের মতো ঠাকুরগাঁও জেলায় ৬-১১ মাস বয়সী ২১ হাজার ৬৫৮ জন ও ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৮৫ হাজার ৬৭৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়। এর মধ্যে ঠাকুরগাঁও পৌরসভায় ৩ হাজার ৬২৫ জন শিশুকে নীল ও ১২ হাজার ৮৯২ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

একই সঙ্গে ঠাকুরগাঁও সদর উপজেলায় ৬ হাজার ৬শ’ জনকে নীল, ৬২ হাজার ৩১৬ জনকে লাল, বালিয়াডাঙ্গীতে ২ হাজার ৬শ’ শিশুকে নীল, ২৮ হাজার ৫শ’ শিশুকে লাল, পীরগঞ্জ উপজেলায় ৩ হাজার ৬২৫ জনকে নীল, ৩৪ হাজার ৭৫০ জনকে লাল, রানীশংকৈল উপজেলায় ৩ হাজার ১২৫ জনকে নীল, ২৮ হাজার ২৫ জনকে লাল, হরিপুর উপজেলায় ১ হাজার ৭৫৮ জনকে নীল, ১৬ হাজার ৭২০ জন শিশুকে লাল, রানীশংকৈল পৌরসভায় ৩২৫ জনকে নীল এবং ২ হাজার ৪৭৫ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে। ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে অবস্থান করবে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুন ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।