ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রাজশাহীতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
রাজশাহীতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবসে রাজশাহীতে যোগব্যায়াম। ছবি: বাংলানিউজ

রাজশাহী: এক সঙ্গে হাজারো মানুষের যোগব্যায়ামে রাজশাহীতে উদযাপিত হলো পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস (আইডিওয়াই)।

শনিবার (২২ জুন) রাজশাহী ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে নগরীর কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীসহ প্রায় দেড় হাজার বিভিন্ন বয়সের মানুষ এতে অংশ নেন।

বিকেল ৪টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে যোগব্যায়াম।  

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যোগব্যায়াম উপভোগ করেন। এর আগে, শুভেচ্ছা বক্তব্য রাখেন মেয়র।  

আরও বক্তব্য রাখেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি, বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এসময় বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেণীও উপস্থিত ছিলেন।

গেল বছরের ২ অক্টোবর থেকে এ বছরের ২ অক্টোবর পর্যন্ত মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এর অংশ হিসেবেই রাজশাহীতে যোগ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিরামিষ খাবার উপভোগের সুযোগ পান। আগত অতিথিদের দেওয়া হয় আকর্ষণীয় যোগ টি-শার্ট।

ভারতীয় কাউন্সিল, রাজশাহী সিটি করপোরেশন (রাসিক), রাজশাহী কলেজ, ইউএনএ গ্রুপ, ওয়েসিস পানি কোম্পানি, টাটা মোটরসহ কয়েকটি প্রতিষ্ঠান আয়োজনে সহযোগিতা করে।  

অনুষ্ঠানের শুরুতেই যোগব্যায়াম নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও বার্তা সবাইকে শোনানো হয়।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জুন ২২, ২০১৯
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।