ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

আদ্-দ্বীন হাসপাতালের বর্ধিত ভবনের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
আদ্-দ্বীন হাসপাতালের বর্ধিত ভবনের উদ্বোধন উদ্বোধনকালে অধ্যাপক ডা. আবু আহমেদ আশরাফ আলী। ছবি: বাংলানিউজ

ঢাকা: আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত রাজধানী মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের বর্ধিত ভবনের (অধ্যাপক আশরাফ আলী ভবন) উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে এ ভবনের উদ্বোধন করেন সার্জারি বিশেষজ্ঞ ও বিশিষ্ট চিকিৎসা শিক্ষাবিদ এবং আদ্-দ্বীন মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের উপদেষ্টা অধ্যাপক ডা. আবু আহমেদ আশরাফ আলী।

এ সময় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা: শেখ মহিউদ্দীন, যশোর-১ আসনের সংসদ সদস্য আফিল উদ্দিন, আদ্-দ্বীন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আফিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধানরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আদ্-দ্বীন হাসপাতালসমূহের পরিচালক ডা. নাহিদ ইয়াসমিন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
ইউজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।