ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ফেনীতে নতুন করে আরো ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
ফেনীতে নতুন করে আরো ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালে রোগীর মাথায় পানি ঢালছেন এক স্বজন

ফেনী: ফেনীতে দিনদিন নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ফেনীর বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন আরো ৮ জন। এছাড়া বর্তমানে ৩২ জন রোগী চিকিৎসাধীন। আর ডেঙ্গু আক্রান্ত একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ২৪ জন। এরমধ্যে নতুন তিনজন।

পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে একজন। ফেনী আলকেমি হাসপাতালে তিনজন। ফেনী ডায়াবেটিস হাসপাতালে নতুন একজনসহ চারজন চিকিৎসাধীন রয়েছেন। এসব রোগীর অধিকাংশই ঢাকায় আক্রান্ত হয়েছেন।

ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের পাটোয়ারি জানান, নতুন রোগীসহ এখন ২৪ জন রোগী আমাদের হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে ছয়জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। হাসপাতালে মোট চিকিৎসা নিয়েছেন ৫৮ জন।  

ফেনী ডায়াবেটিস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শুসেন চন্দ্র শীল জানান, বর্তমানে নতুন একজনসহ ৪ জন রোগী ভর্তি আছেন। নতুন করে একজনসহ মোট ৭ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। গত কয়েক দিনে ২৬ জন চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

এদিকে ফেনীর সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জমান জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ফেনীর সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ডায়াগনস্টিক সামগ্রী বাড়ানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এসএইচডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।