ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কুড়িগ্রামে ডেঙ্গু সচেতনতায় ‘আমরা ক’জন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
কুড়িগ্রামে ডেঙ্গু সচেতনতায় ‘আমরা ক’জন’

কুড়িগ্রাম: কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে অভিযানে নেমেছে আমরা ক’জন নামে একটি সংগঠন।

বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ সংগঠনটি।  

মানববন্ধন শেষে ডেঙ্গু প্রতিরোধে সংগঠনের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা চালায়।

এসময় সাধারণ মানুষকে নিজেদের বাড়িঘর, রাস্তাঘাট ও অফিস-আদালত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী মানিক আহম্মেদ, আবুল কালাম আজাদ, আফসানা আক্তার, মিঠু, আন্নি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এফইএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।