ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় শেবা‌চিমে ভ‌র্তি ৮৪, একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় শেবা‌চিমে ভ‌র্তি ৮৪, একজনের মৃত্যু

ব‌রিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবা‌চিম) হাসপাতালে দিন দিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা বেড়েই চলছে। 

আর ভর্তি হওয়া রোগীর মধ্যে অধিকাংশই ঢাকা থেকে আক্রান্ত হয়ে বরিশালে এসেছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

শুক্রবার (৯ আগস্ট) হাসপাতালটিতে ২৭৫ জন ডেঙ্গু রোগী চি‌কিৎসাধীন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) এ সংখ্যা ছিল ২৫৭ জন ও বুধবার (৭ আগস্ট) ছিল ২৩৬ জন।  

হাসপাতালের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভ‌র্তি হয়েছেন ৮৪ জন। ডেঙ্গুজ্বরের প্রভাব শুরু হওয়ার পর ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে সর্বোচ্চ সংখ্যা এটি। এর আগের দিন ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা ছিল ৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া মোট ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর মধ্যে পুরুষ ৫১ জন, নারী ২২ জন ও শিশু ১১ জন রয়েছে।  

এদিকে, চি‌কিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিনগত রাতে এ হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত ম‌জিবর রহমানের বাড়ি বরগুনা সদরের চর কলোনী এলাকায়।

অপরদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৬ জন রোগী। যার মধ্যে ৫১ জন পুরুষ, ১২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

গত ১৬ জুলাই থেকে ৯ আগস্ট সকাল পর্যন্ত ব‌রিশাল মে‌ডিক্যালে ৬০৪ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভ‌র্তি হয়েছেন। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩২৯ জন এবং দু’জনের মৃত্যু হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।