ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ২ শতাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ২ শতাধিক

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। গত ৪৮ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ জন। এতে জেলায় মোট ডেঙ্গু আক্রান্তে সংখ্যা ২১১ জনে দাঁড়িয়েছে। গোপালগঞ্জ সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে এখন ৩৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. তরুণ মণ্ডল বাংলানিউজকে জানান, শুক্রবার বেলা ১২টা পয্যন্ত জেলায় মোট ২১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ ২৫০-শয্যার জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ৩৫ জন রোগী চিকিৎসাধীন।

চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ১৭৬ জন রোগী।  

জেলায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।