ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গুরোগী কমছে শেবাচিম হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
ডেঙ্গুরোগী কমছে শেবাচিম হাসপাতালে

ব‌রিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গুরোগীর সংখ্যা কিছুটা কমেছে। তবে নতুন ভর্তির সংখ্যা কিছুটা বেড়েছে।

রোববার (২৫ আগস্ট) সকাল পর্যন্ত শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭৫ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী।

হাসপাতা‌লের রেকর্ড শাখার তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৪ জন ডেঙ্গুরোগী।

যাদের মধ্যে ৩৩ জন পুরুষ, ১৪ জন নারী ও সাতজন শিশু।  

অন্যদিকে বর্তমানে চিকিৎসাধীন ১৭৫ জনের মধ্যে পুরুষ ৮৯, নারী ৫০ ও শিশু ৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া ডেঙ্গুরোগীর সংখ্যা আগের দিনের চেয়ে অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিদায় নিয়েছেন ৬২ জন। এর মধ্যে পুরুষ ৩৫, নারী ১৬ ও শিশু ১১ জন। এর আগের ২৪ ঘণ্টায় বিদায় নিয়েছিল মাত্র ১৪ জন।

১৬ জুলাই থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৩ জন ডেঙ্গুরোগী। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক হাজার ৪১৮ জন। অন্যদিকে মৃত্যু হয়েছে ছয়জনের।

বাংলা‌দেশ সময়: ১১৪৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।