ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

স্বাস্থ্য প্রোগ্রামে ‘বাংলাদেশ প্রতিদিন-ক্যাপিটাল’

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
স্বাস্থ্য প্রোগ্রামে ‘বাংলাদেশ প্রতিদিন-ক্যাপিটাল’ প্রতীকী ছবি

বাংলাদেশ প্রতিদিন ও ক্যাপিটাল এফএম ৯৪.৮ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ‘ক্যাপিটাল ক্লিনিক’।

প্রতি শনিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ আয়োজন সরাসরি সম্প্রচারিত হবে।

প্রথম পর্বে অতিথি হিসেবে থাকবেন হলি ফ্যামিলি ও রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের কনসালটেন্ট ও সার্জারি বিশেষজ্ঞ ডা. আফরিন সুলতানা।

আরজে মার্শিয়ার উপস্থাপনায় ক্যাপিটাল ক্লিনিকের এবারের বিষয় ‘ব্রেস্ট ক্যান্সার’।

অনুষ্ঠানটি শোনা যাবে ক্যাপিটাল এফএম ৯৪.৮-এ এবং দেখা যাবে বাংলাদেশ প্রতিদিন ও ক্যাপিটাল এফএম ৯৪.৮-এর  ফেসবুক পেজে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।