ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

খুলনা: খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিকুজ্জামান (৩৭) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

খুমেক হাসপাতালের আ‌বা‌সিক ফি‌জি‌সিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, আশিকুজ্জামানের গ্রামের বাড়ি মাগুরার শালিখা উপজেলায়।

ভোর ৫টার দিকে তাকে খুমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় ১০ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।  

খুলনায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ২০ জন। বর্তমানে চিকিৎসাধীন ৭৭ জন। এর মধ্যে নতুন রোগী ১৮ জন।  

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।