ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা স্থিতাবস্থায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা স্থিতাবস্থায়

বরিশাল: গত তিনদিন ধরে বরিশাল বিভাগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা স্থিতাবস্থায় রয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে বিভাগের জেলা, উপজেলা ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৭ জন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ রোগীর সংখ্যা ছিল ৬৬ জন।

সোমবার (৯ সেপ্টেম্বর) এ রোগীর সংখ্যা ছিল ৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে (শেবাচিম) চিকিৎসাধীন ৪১ জন ডেঙ্গু রোগীসহ বিভাগের জেলা, উপজেলা ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৬৭ জন। এ সব হাসপাতাল গুলোতে বর্তমানে নতুন ও পুরাতন মিলিয়ে মোট ২১৩ জন রোগী চিকিৎসাধীন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বাংলানিউজকে বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিছুটা কম। তবে সেপ্টেম্বরের পর ডেঙ্গু অনেকটা কমে যাবে বলে আশা কর‌ছি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।