ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে ডেঙ্গুতে প্রাণ গেলো স্কুলছাত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
ঢামেকে ডেঙ্গুতে প্রাণ গেলো স্কুলছাত্রীর

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তারিন (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়। তারিন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাসির তালুকদারের মেয়ে।

মৃত তারিনের মামা লোকমান হোসেন জানান, পূর্ব মাসুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী তারিন। ১০/১২ দিন ধরে তার জ্বর ছিল। গত ১২ সেপ্টেম্বর তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। তিন দিন ধরে সে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। .ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে হাসপাতালে নতুন ৪৬ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৭ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ২৩৫ জন ডেঙ্গু রোগী।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।