ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ভোলায় ডেঙ্গু আক্রান্ত ৫৮২, চিকিৎসাধীন ১৩

ছোটন সাহা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
ভোলায় ডেঙ্গু আক্রান্ত ৫৮২, চিকিৎসাধীন ১৩

ভোলা: ভোলায় বেড়েই চলছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন গড়ে হাসপাতালে ১৫/২০ জন রোগী ভর্তি হচ্ছেন। আশঙ্কাজনক হারে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। জেলার বিভিন্ন হাসপাতালে গত ৫২ দিনে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৫৮২ জন রোগী চিকিৎসা নিয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। যাদের মধ্যে নতুন করে ভর্তি হয়েছেন পাঁচজন।

আক্রান্ত রোগীদের মধ্যে ভোলা সদর হাসপাতালে ১৩ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে অর্ধেকের বেশি স্থানীয় ও অন্যরা ঢাকা থেকে আগত রোগী বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এ পর্যন্ত ঢাকায় রেফার করা হয়েছে ১০৩ জনকে। বাকি ৩৬৯ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে ফিরে গেছেন।  

ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার বাংলানিউজকে বলেন, গত ১ আগস্ট (বৃহস্পতিবার) থেকে সোমবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৫৮২ জন। যাদের মধ্যে ১০৩ জনকে ঢাকায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যরা চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে ফিরে গেছেন। সোমবার রাত পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ১৩ রোগী।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি রয়েছে। সব হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ রয়েছে। জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত গ্রামগুলোতে স্বাস্থ্যকর্মীরা মানুষকে সচেতন করে তুলছেন। প্রতি হাসপাতালে আলাদা ডেঙ্গু কক্ষ চালু রয়েছে। পুরো সেপ্টেম্বর মাসজুড়ে ডেঙ্গুর প্রবণতা থাকলেও পরবর্তী মাসে তা কমে যাবে।

এদিকে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্চন্নতা, মশা নিধন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।