ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ওরাল হেলথ ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
ওরাল হেলথ ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত নতুন কমিটির সভা

ঢাকা: স্বেচ্ছাসেবী ও সেবামূলক সংগঠন ওরাল হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) গ্রিন লাউঞ্জ রূপায়ন ট্রেড সেন্টার ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

গত ২৯ সেপ্টেম্বর গঠিত ওরাল হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের নতুন কমিটি এ সভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন প্রফেসর আলী আসগর মোড়ল, সাধারণ সম্পাদক প্রফেসর আশীষ কুমার বণিক এবং ট্রেজারার হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ডেন্টাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা) ডা. মো. হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে বাংলাদেশে ডেন্টিস্ট্রিকে বিশ্বমানের গড়ে তোলার প্রত্যয় ও ডেন্টাল সার্জনদের অধিকার রক্ষার প্রয়াসে নতুন কমিটি নির্বাচিত করা হয়।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।