ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ডক্টরস ফর হেলথের দশম জাতীয় সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
ডক্টরস ফর হেলথের দশম জাতীয় সম্মেলন

ঢাকা: ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের ১০ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর নীলক্ষেতে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তারা, বৈশ্বিকভাবে পরিবেশের ওপর বিরূপ প্রভাবের ফলে স্বাস্থ্য ঝুঁকি কমাতে চিকিৎসকদের আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

এছাড়া সরকারকে স্বাস্থ্যখাতে বাজেট বাড়ানো সহ দেশবাসীকে সচেতন হতে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় দুর্নীতি, দুর্বৃত্তায়ন, অব্যবস্থাপনা ও দলবাজি বন্ধের আহ্বান জানান বক্তারা।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. এম আবু সাঈদের সভাপতিত্বে সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চেীধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক, বাপা ডা. মো. আব্দুল মতিন, পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খাঁন, অধ্যাপক ডা. কাজী মেজবাহ কামরুন্নাহার তামান্না, ডা. ফয়জুল হাকিম লালা, নিমাই গাঙ্গুলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এমএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।