ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেক হাসপাতালের ইচিপ’র নতুন কমিটি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
ঢামেক হাসপাতালের ইচিপ’র নতুন কমিটি 

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) ২০১৯-২০ মেয়াদের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সংগঠনের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে জানানো হয়েছে, নতুন গঠিত কার্যকর এ কমিটিতে সভাপতি হিসেবে ডা. আরিফ হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে ডা. আবদুল্লাহ আল নোমান নির্বাচিত হয়েছেন।

 

কমিটির সহ-সভাপতি হলেন- ডা. রুম্মান, ডা. ফাহিম, ডা. অক্সিন, ডা. রবিন, ডা. জাহিদ, ডা. তরিকুল এবং ডা. জুবায়ের।  

আর ডা. আজিজ, ডা. কাব্য, ডা. আশিক, ডা. জেরিন, ডা. সিফাত, ডা. নাফি এবং ডা. সুব্রতকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।  

এছাড়া ডা. মোরশেদ, ডা. প্রশান্ত, ডা. পায়েল ও ডা. শাহরিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আর দপ্তর সম্পাদক হয়েছেন ডা. জারিন সাঁচি এবং ডা. শান্তনু দাশ সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।  

৩৯ সদস্যের নবগঠিত ইচিপ কমিটির সদস্যরা ঢামেক-এর ৭১ ব্যাচের শিক্ষানবিশ চিকিৎসক বলেও ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  
 

এদিকে নতুন গঠিত ইচিপ’র নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন ঢামেক অধ্যক্ষ প্রফেসর ডা. খান আবুল কালাম আজাদ এবং ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।  

এছাড়া নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব ডা. এম এ আজিজ এবং স্বাচিপ সহ-সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী,  সাংস্কৃতিক সম্পাদক ডা. আফজালুল হক রানাও।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এবি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।