ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

আদ্-দ্বীন হাসপাতালে মডেল ফার্মেসি উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
আদ্-দ্বীন হাসপাতালে মডেল ফার্মেসি উদ্বোধন

ঢাকা: রাজধানী ঢাকার মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে মডেল ফার্মেসির উদ্বোধন করা করেছে। 

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন- আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, হাসপাতাল ও নার্সিংয়ের ডিরেক্টর জেনারেল ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আফিকুর রহমান, ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশ’র সেক্রেটারি মুহাম্মদ মাহবুবুল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক বলেন,বাংলাদেশ সরকারের পাইলট প্রকল্পের আওতায় আদ্-দ্বীন হাসপাতাল ফার্মেসিকে মডেল ফার্মেসি হিসেবে ঘোষণা করা হলো। দেশে ঘোষিত মডেল ফার্মেসিগুলোতে আমাদের পক্ষ থেকে তদারকির ব্যবস্থা থাকবে। মডেল ফার্মেসির শর্ত ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিন বলেন, মডেল ফার্মেসি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। ওষুধের গুণগত মান বজায় রাখতে মডেল ফার্মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এর মান ধরে রাখতে সবসময় চেষ্টা চালাবো।

হাসপাতাল ও নার্সিংয়ের ডিরেক্টর জেনারেল নাহিদ ইয়াসমিন বলেন,আদ্-দ্বীন হাসপাতাল ফার্মেসিতে ফার্মাসিস্টরা অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দিয়ে থাকে। মডেল ফার্মেসি হিসেবে নতুন যাত্রা আদ্-দ্বীন ফার্মেসিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ঔষধ প্রশাসন অধিদপ্তর নির্দিষ্ট শর্তসাপেক্ষে বিশেষ ফার্মেসিকে মডেল ফার্মেসি হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। আদ্-দ্বীন হাসপাতাল ফার্মেসি সে সব বৈশিষ্ট্য থাকায় একে মডেল ফার্মেসির স্বীকৃতি দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯ 
ইউজি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।