ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

হোমিওপ্যাথিক মেডিক্যাল ডক্টরস লিগা বাংলাদেশের সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
হোমিওপ্যাথিক মেডিক্যাল ডক্টরস লিগা বাংলাদেশের সেমিনার সেমিনারে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আন্তর্জাতিক হোমিওপ্যাথি সংগঠন লিগা মেডিকোরাম হোমিওপ্যাথিকা ইন্টারন্যাশনালিস (এলএমএইচআই) বাংলাদেশে সার্বিক দায়িত্ব পালনের লক্ষ্যে সেমিনার ও অভিষেক অনুষ্ঠানে আলোচনা সভা করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘হোমিওপ্যাথিক মেডিক্যাল ডক্টরস লিগা বাংলাদেশ’র (এইচএমডিএলবি) উদ্যোগে দিনব্যাপী এ সেমিনা ও সভা অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন এলএমএইচআই’র ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. আশরাফুর রহমান।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়।

সেমিনারে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান দিলীপ কুমার রায় বাংলাদেশ সরকারের স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথির অবদানের কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে এলএমএইচআই এর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. আশরাফুর রহমান বলেন, ১৯১১ সালে বিশ্বব্যাপী এ সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে বাংলাদেশসহ এ সংগঠনের ৭৬টি সদস্য দেশ রয়েছে। ২০২২ সালে ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠিত হবে। এ সময় তিনি আন্তর্জাতিক এ সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও করণীয় তুলে ধরেন।

সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আলমগীর মতি, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার ডা. জাহাঙ্গীর আলম প্রমুখ।

বৈজ্ঞানিক সেমিনারে আলোচনা করেন ডা. মো. নাজির হোসেন, ডা. মো. শাহরিয়ার কবির ও মো. নাজমুল হাসান।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
পিএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।