ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ফেনীতে ‘এ’ ক্যাপসুল খাবে ২ লাখ ৪০ হাজার শিশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
ফেনীতে ‘এ’ ক্যাপসুল খাবে ২ লাখ ৪০ হাজার শিশু সভা, ছবি: বাংলানিউজ

ফেনী: ‘চলতি বছরের ১১ জানুয়ারি ফেনী জেলায় মোট দুই লাখ ৪০ হাজার  ৫শ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।’

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

ফেনী সিভিল সার্জন অফিস কক্ষে সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজজামানের সভাপতিত্বে সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডা. শরফুদ্দিন।

সভায় সিভিল সার্জন অফিসের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ ফেনীতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এতে জানানো হয়, ফেনী জেলায় ১১ জানুয়ারী ৬-১১ মাস বয়সী ২৮ হাজার ৫শ এবং ১২-৫৯ মাস বয়সী দুই লাখ ১২ হাজার শিশুকে টিকা খাওয়ানো হবে। এক হাজার ১শ ৫টি অস্থায়ী ও ৩০টি ভ্রাম্যমাণ কেন্দ্রে শিশুদের এ টিকা খাওয়ানো হবে। মোট ২ লাখ ৪০ হাজার ৫’শ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’।

ক্যাম্পেইন সফল করতে জেলার ছয়টি উপজেলায় ও পৌরসভায় ২২শ ৭০ জন টিকাদান কর্মী, ১৯৪ জন এফ ডাব্লিও কর্মী, ৭ জন স্বাস্থ্য পরিদর্শক, ১২৫জন স্বাস্থ্য সহকারী, ৪০ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং দুই হাজার ২৭০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।

ক্যাম্পেইনে ভিটামিন ‘এ’ খাওয়ানোর পাশাপাশি শিশুদের পুষ্টিকর খাদ্য খাওয়ানোসহ এ সংক্রান্ত প্রচারণাও করা করা।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।