ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

গোপালগঞ্জে সাড়ে ৪ লাখ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
গোপালগঞ্জে সাড়ে ৪ লাখ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’

গোপালগঞ্জ: গোপালগঞ্জে প্রায় সাড়ে চার লাখ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

‘ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এ স্লোগানে শনিবার (১১ জানুয়ারি) সকালে জেলা সদর উপজেলার লতিফপুর কমিউনিটি ক্লিনিকে এ ক্যাম্পেইনের উদ্ধোধন করেন সিভিল সার্জন ডা. তরুন কুমার মণ্ডল।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের পুষ্টি প্রকল্পের উপ-পরিচালক ডা. পবিত্র কুমার কুন্ডু উপস্থিত ছিলেন।

এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলার পাঁচটি উপজেলার চার লাখ ৪৬ হাজার ২০৩ শিশুকে খাওয়ানো হচ্ছে ক্যাপসুল।  

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২২ হাজার ৮২২ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী চার লাখ ২৩ হাজার ৩৮১ শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।  

এ কর্মসূচি বাস্তবায়ন করতে মোট এক হাজার ৭১৩টি কেন্দ্রে তিন হাজার ৩৪৪ জন স্বেচ্ছাসেবক ও সেবিকা হিসেবে কাজ করছেন।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।