ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

খাগড়াছড়ির ১ লাখ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
খাগড়াছড়ির ১ লাখ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

খাগড়াছড়ি: সারাদেশের মত খাগড়াছড়িতেও চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে খাগড়াছড়ি সদরসহ নয়টি উপজেলা ও তিনটি পৌরসভায় শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এর আগে সকালে খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

এসময় সিভিল সার্জন বিপাশ খীসা, ডা. সঞ্জিব ত্রিপুরা, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা মেমং মারমা উপস্থিত ছিলেন।

এ বছর খাগড়াছড়িতে মোট এক লাখ দু’হাজার চারশ ৮৬ শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ১৩ হাজার একশ ৪৩ শিশুকে নীল রঙের ভিটামিন ক্যাপসুল এবং ১২ মাস থেকে পাঁচ বছর বয়সী ৮৯ হাজার তিনশ ৪৩ শিশুকে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। পুরো ক্যাম্পেইনে মোট দু’হাজার  তিনশ ৪৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।
 
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ১১ জানুয়ারি, ২০২০
এডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।