ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউ’র স্বাচিপের আহ্বায়ক রিজভী, সদস্য সচিব আরিফুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
 বিএসএমএমইউ’র স্বাচিপের আহ্বায়ক রিজভী, সদস্য সচিব আরিফুল

ঢাকা: আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম পেশাজীবী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শাখার কমিটি অনুমোদন করা হয়েছে। এ কমিটিতে নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু নাসের রিজভী আহ্বায়ক ও কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ার্দার টিটোকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। 

শনিবার (১১ জানুয়ারি) স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সানাল ও মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ এ কমিটি অনুমোদন করেন।

ডা. আবু নাসের রিজভী চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

অন্যদিকে ডা. আরিফুল ইসলাম জোয়ার্দার টিটো বিএসএমএমইউ’র স্বাচিপের বিগত কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এমএএম/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।