ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বসুন্ধরা আদ-দ্বীন হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
বসুন্ধরা আদ-দ্বীন হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঢাকা: বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিয়েছেন রোগীরা।

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর কদমতলীতে শ্যামপুর বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজে এ ক্যাম্পাসেআয়োজন করা হয়।  

এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগণের কাছে মোট ৬৬০ জন রোগী বিভিন্ন সেবা নিয়েছেন।

এরমধ্যে উল্লেখযোগ্য হলো- মেডিসিনে ১৬৩ জন, অর্থোপেডিকসে ৩৭ জন, গাইনিতে ৪২ জন, ডেন্টালে ২৭ জন, পেডিয়াট্রিকে ১১৩ জন, চোখের জন্য ২১৩ জন এবং রক্ত সঞ্চালনে ৬৫ জন সেবা ও পরামর্শ নিয়েছেন।  

মেডিকেল ক্যাম্পে রক্ত সংগ্রহ করা হয়েছে ৯ ব্যাগ।  

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
এমআইএইস/এমআইএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।