ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সাভারে বিনামূল্যে চিকিৎসা সেবা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
সাভারে বিনামূল্যে চিকিৎসা সেবা

সাভার (ঢাকা): সাভারে সরদা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ ক্যাম্প শুরু হয়েছে। ক্যাম্পেইনটি চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। 

সাভারের নামাবাজার এলাকায় পঞ্চপটি মন্দিরের মেলায় শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয় বিনামূল্যের এ ক্যাম্পেইন। কার্যক্রম চলবে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত।

ক্যাম্পেইনটির একজন উদ্যোক্তা সেলিনা পান্না বাংলানিউজকে জানান, সমাজের গরীব ও সুবিধাবঞ্চিত অসহায়দের বিনামূল্যে রোগী দেখা ও ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে। কর্মসূচি চলবে আগামী ১০ দিন।  এসডিএফ’র উদ্যোগে গত নয় বছর যাবত এ এলাকায় কর্মসূচিটি পালন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।