ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ

বাগেরহাট: বাগেরহাটে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে গণমানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। 

বুধবার (১১ মার্চ) দুপুরে বাগেরহাট জেলা তাঁতী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, আদালত চত্বর, ট্রাফিক মোড়, ভিআইপি মোড়,  দূরপাল্লার বাসে যাত্রীসহ বিভিন্ন জনবহুল এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।

এসময় বাগেরহাট জেলা তাঁতী লীগের আহবায়ক এ বাকী তালুকদারের নেতৃত্বে সদস্য সচিব অ্যাডভোকেট ইফতেখারুল ইসলাম রানা, তাঁতী লীগ নেতা জাহিদুল ইসলাম, সজিবসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলা তাঁতী লীগের আহবায়ক এ বাকী তালুকদার বলেন, দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। কেউ কেউ এই ভাইরাসকে ব্যবসার মাধ্যম হিসেবেও নিয়েছে। এত কিছু চিন্তা না করে শুধু মাত্র সচেতনতার মাধ্যমেই ভাইরাস থেকে বাঁচা সম্ভব। অনাকাঙ্ক্ষিত চিন্তা-ভাবনা ও মানুষকে সচেতন করতে আমাদের এ আয়োজন। এ পর্যন্ত আমরা ৩০ হাজার লিফলেট বিতরণ করেছি। জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সচেতনতামূলক ব্যানার টানিয়েছি।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।