ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রাজাপুরে কোয়ারেন্টাইনে থাকা ৩ জন সুস্থ আছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
রাজাপুরে কোয়ারেন্টাইনে থাকা ৩ জন সুস্থ আছেন

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিদেশ ফেরত চারজনকে নিজ বাড়িতে আলাদভাবে কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। 

বুধবার (১১ মার্চ) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ রাসেল বাংলানিউজকে জানান, বিদেশ থেকে ফেরত আসা চারজনকে রাজাপুরে নিজ বাড়িতে আলাদভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো। তবে এদের কেউই করোনা ভাইরাসে আক্রান্ত নন।

তিনি জানান, এর মধ্যে চীন ফেরত একজনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে। এছাড়া সৌদি আরবের দু’জনের জ্বর-কাশি ছিল। গত তিনদিন ধরে তাদের কোয়ারেন্টাইনে থাকার পর এখন তারা ভালো আছেন। মঙ্গলবার ইতালি থেকে দেশে আসা একজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি সুস্থ থাকলেও যেহেতু ইতালিতে এই মুহূর্তে লকডাউন আছে তাই তাকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালাদার বাংলানিউজকে বলেন, বিদেশ ফেরত ওই চারজনকেই আমরা নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখলেও তাদের শরীরে বর্তমানে কোন জ্বর বা কোনো প্রকার ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নেই।  

তিনি বলেন, যেহেতু তারা বিদেশ থেকে এসেছেন, তাই তাদের নিজ ঘরে কোয়ারেইন্টানে রাখা হয়েছে। বিদেশ ফেরত যে কেউ দেশে এলেই তার জন্য এটা করা প্রয়োজন। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বাংলাদেশ সময়: ০৫৫৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।