ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কিশোরগঞ্জে ‘হোম কোয়ারেন্টাইনে’ আরও ২৪ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
কিশোরগঞ্জে ‘হোম কোয়ারেন্টাইনে’ আরও ২৪ জন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে আরও ২৪ জনকে ‘হোম কোয়ারেন্টাইন’ এ রাখা হয়েছে। এ নিয়ে এ জেলায় মোট ৬৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর মধ্যে ভৈরব উপজেলায় ৫৩ জন, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮ জন ও নিকলী, ইটনা, তাড়াইল, কটিয়াদী উপজেলায় এক জন করে রয়েছেন এরা সবাই বিদেশফেরত। 

শুক্রবার (১৩ মার্চ) দিনগত রাত পৌনে ৮টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘হোম কোয়ারেন্টাইন’ থাকা ইতালি ও জর্ডানসহ বিদেশফেরত এই প্রবাসীরা নিজ নিজ বাড়িতে আছেন।

সেখানে তাদের নির্দিষ্ট কক্ষে ১৪ দিন পর্যবেক্ষণে থাকতে হবে। এরা সবাই সুস্থ ও ভালো আছেন।
  
এরই মধ্যে ১৪ দিনের ‘হোম কোয়ারেন্টাইন’ এ থাকা শেষ হয়েছে এমন ৪ জন সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন বলেও জানান সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।