ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

‘বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
‘বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়’

ঢাকা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা সেই সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১৫ মার্চ) সচিবালয়ে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ বিষয়ে এক বৈঠক শেষে প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের না, এ সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করবে।

শিক্ষা প্রতিষ্ঠান ছুটির পর জীবাণুনাশক দিয়ে পরিষ্কারের সুপারিশ করা হয়েছে বলে জানান জাহিদ মালেক।

বৈঠকে সরকারের ১৮টি মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এমআইএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।