ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সুনামগঞ্জে বিদেশফেরত ৫ জন কোয়ারেন্টাইনে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
সুনামগঞ্জে বিদেশফেরত ৫ জন কোয়ারেন্টাইনে

সুনামগঞ্জ: সুনামগঞ্জে বিদেশ থেকে আসা পাঁচ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে তিনজন ইতালি, একজন ওমান ও একজন স্পেন ফেরত প্রবাসী। 

জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওই পাঁচ জনের সবাইকে ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে।  

সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ মার্চ) প্রবাস ফেরত পাঁচ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে মেডিক্যাল চেকআপ করা হয়।

পরে রোববার (১৫ মার্চ) তাদের হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা নেওয়া হয়। তাদের বাড়ি সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, দোয়ারা বাজার উপজেলায়।  

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. সামছুদ্দিন বাংলানিউজকে জানান, বিদেশ ফেরত ওই পাঁচ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে তারা পুরোপুরি সুস্থ আছেন।  

বাংলাদেশে সময়: ০৯৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।