ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

গোপালগঞ্জে নতুন করে আরও ৭ জন হোম কোয়ারেন্টাইনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
গোপালগঞ্জে নতুন করে আরও ৭ জন হোম কোয়ারেন্টাইনে

গোপালগঞ্জ: গোপালগঞ্জে নতুন করে আরও ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সোমবার (১৬ মার্চ)এদের হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে এবং আগের ৫ জনকে হোম কোয়ারেন্টাইন মুক্ত করা হয়েছে  বলে জানিয়েছেন গোপালগঞ্জের সিভিল সার্জন নেওয়াজ মোহাম্মদ।

এ নিয়ে বর্তমানে গোপালগঞ্জে ৩৫ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এদের মধ্যে ৩৩ জন প্রবাসী বাংলাদেশি এবং বাকি ২ জন স্থানীয় এলাকাবাসী।

 

স্থানীয় দু’জনকে আজ সোমবার সারাদিন আইসোলেশন সেন্টারে রাখার পর বিকেলে হোম কোয়ারেন্টাইনের প্রয়োজনীয় নির্দেশনা সহকারে বাড়িতে পাঠানো হয়েছে। জেলায় এ পরযন্ত ৪০ জন হোম কোয়ারেন্টাইনের আওতায় ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।