ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কোয়ারেন্টাইন থেকে বের হওয়ায় সখীপুরে এক ব্যক্তিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
কোয়ারেন্টাইন থেকে বের হওয়ায় সখীপুরে এক ব্যক্তিকে জরিমানা

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ অমান্য করে লোকালয়ে বের হওয়ায় হামিদুল ইসলাম নামে সিঙ্গাপুর ফেরত এক ব্যক্তিতে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 

বুধবার (১৮ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ অর্থদণ্ড দেন।  

অর্থদণ্ডপ্রাপ্ত হামিদুল ওই উপজেলার কাকরাজান ইউনিয়নের সেলিম মিয়ার ছেলে।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান বাংলানিউজকে জানান, গত ৭ মার্চ হামিদুল সিঙ্গাপুর থেকে দেশে আসেন। এর পর তার সঙ্গে হাসপাতাল, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিনি সেটা না মেনে বুধবার সকালে জনসন্মুখে বের হয়ে ঘোরাফেরা করছিলেন। আর এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয় এবং কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।