ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

চুয়াডাঙ্গায় চার উপজেলায় ৪৮ জন হোম কোয়ারেন্টাইনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
চুয়াডাঙ্গায় চার উপজেলায় ৪৮ জন হোম কোয়ারেন্টাইনে

চুয়াডাঙ্গা: বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় বিভিন্ন দেশ থেকে আসা ৪৮ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে (নিজ বাড়িতে পর্যবেক্ষণে) রাখা হয়েছে। 

বুধবার (১৮ মার্চ) দুপুর পর্যন্ত উপজেলাগুলোর বিভিন্ন গ্রামে তাদের নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদের মধ্যে জীবননগরে ৩৫ জন, আলমডাঙ্গায় ১০ জন ও দামুড়হুদা উপজেলায় একজন রয়েছেন।

এছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন দু’জন।  

পর্যবেক্ষণে থাকা ওই প্রবাসীরা ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে দেশে ফিরেছেন।  

চুয়াডাঙ্গা সিভিল সার্জন এএসএম মারুফ হাসান বাংলানিউজকে জানান, বিদেশ ফেরত ওই ৪৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষাও চলছে। এখনও কারও শরীরে করোনার অস্তিত্ব মেলেনি। তারপরও অন্তত ১৪ দিন তাদের বাড়ির বাইরে না যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। নিষেধ অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।