ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

দেশে আরও চারজন করোনা ভাইরাসে আক্রান্ত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
দেশে আরও চারজন করোনা ভাইরাসে আক্রান্ত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী  জাহিদ মালেক। ছবি: বাংলানিউজ

ঢাকা: আরও চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশে মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২৪ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২১ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।  

মন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাতে আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে।

এদের মধ্যে দুইজন পুরুষ ও দুজন নারী।  আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন আরও একজনের মৃত্যু হয়েছে।  মৃত ব্যক্তির বয়স ৭০ বছর। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। এনিয়ে মৃতের সংখ্যা দুইজনে দাঁড়ালো।  

‘আর আক্রান্তের সংখ্যা সব মিলিয়ে দাঁড়িয়েছে ২৪ জনে। সারাদেশে ১৪ হাজার মানুষ রয়েছেন হোম কোয়ারান্টিনে। আর প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫০ জন।  একশ’ আইসিইউ রেডি করা হচ্ছে। পর্যায়ক্রমে এর সংখ্যা চারশ’ করা হবে’।

তিনি বলেন, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কোয়ারেন্টিন 
করা হচ্ছে। চীন থেকে কিছু চিকিৎসক ও নার্স আনার পরিকল্পনা করা হচ্ছে।   

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারি। সব মিলিয়ে বিশ্বজুড়ে এখন পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১১ হাজার ৪১৭ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৯৫৪ জন।

এদিকে করোনা প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ক্ষেত্রেও। মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।  

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
পিএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।