ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

পরিবারসহ কোয়ারেন্টিনে সৈয়দপুরের অতিরিক্ত পুলিশ সুপার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
পরিবারসহ কোয়ারেন্টিনে সৈয়দপুরের অতিরিক্ত পুলিশ সুপার

নীলফামারী: নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল পরিবারের সব সদস‌্যসহ স্বেচ্ছায় শনিবার (২১ মার্চ) থেকে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

সৈয়দপুর সার্কেলের দায়িত্বরত এ কর্মকর্তা গত ১৭ মার্চ ভারত থেকে দেশে ফিরেছেন। চলতি মার্চ মাসের ২য় সপ্তাহে তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভারত সফর গিয়েছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বাংলানিউজকে বলেন, বিদেশ থেকে যারা আসছেন তাদের অবশ‌্যই ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আমি সে কারণে পরিবারের সদস‌্যদের নিয়ে স্বেচ্ছায় শনিবার থেকে হোম কোয়ারেন্টিনে রয়েছি।

তিনি সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে আপনাদের আশে পাশে যারা বিদেশ থেকে আসছেন, তাদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেবেন। যদি ওই ব‌্যক্তি কোয়ারেন্টিন মেনে না চলেন, তাহলে প্রশাসনকে অবশ‌্যই অবহিত করবেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।