ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কুড়িগ্রামে বিদেশফেরত ৫৬৯ জন, বেশিরভাগ হোম কোয়ারেন্টিনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
কুড়িগ্রামে বিদেশফেরত ৫৬৯ জন, বেশিরভাগ হোম কোয়ারেন্টিনে সভা। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: চলতি মাসেই বিদেশ থেকে আসা ৫শ ৬৯ জন প্রবাসী কুড়িগ্রামে বিভিন্ন উপজেলায় এসেছেন এবং এর মধ্যে বেশিরভাগ প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে থাকা নিশ্চিত করা হয়েছে। বাকিদের খুঁজে বের করে কোয়ারেন্টিনে রাখার কাজ অব্যাহত রয়েছে।

শনিবার (২১ মার্চ) দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদমর্যাদায়) মিনহাজুল আলম এবং কুড়িগ্রাম জেলার ১০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) জেলায় কর্মরত সাংবাদিকরা।

সভায় জেলা পুলিশ সুপার (এসপি) মহিবুল ইাসলাম খান বলেন, চলতি মাসেই বিদেশ থেকে আসা ৫শ ৬৯ জন প্রবাসী কুড়িগ্রামে বিভিন্ন উপজেলায় এসেছেন। এদের মধ্যে বেশিরভাগ প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে থাকা নিশ্চিত করা হয়েছে। বাকিদের খুঁজে বের করে কোয়ারেন্টিনে রাখার কাজ অব্যাহত রয়েছে। আর যাদের কোয়ারেন্টিনের মেয়াদপূর্ণ হয়েছে তারা স্বাভাবিক চলাফেরা করছেন।

এ বিষয়ে জেলার সব থানার ওসিদের করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি প্রবাসীদের খোঁজ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, বাজারে যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি না হয়, সেজন্য জেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসন বাজার মনিটরিং শুরু করেছে। এসব ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।