ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ডেল্টা চিকিৎসক করোনায় আক্রান্ত, পরিচালক কোয়ারেন্টিনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
ডেল্টা চিকিৎসক করোনায় আক্রান্ত, পরিচালক কোয়ারেন্টিনে

ঢাকা: ডেল্টা মেডিক্যাল কলেজের এক চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। আর ওই হাসপাতালের পরিচালক কোয়ারেন্টিনে আছেন।

জানা গেছে, ওই চিকিৎসক রাজধানীর টোলারবাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধকে চিকিৎসা দিয়েছিলেন।

সোমবার (২৩ মার্চ) ওই চিকিৎসকের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

তিনি বলেন, ডেল্টা মেডিক্যাল কলেজের এক চিকিৎসকের করোনা ভাইরাসের (কভিড -১৯) নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে। সেই চিকিৎসক রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতলে ভর্তি আছেন। আক্রান্ত চিকিৎসক বিদেশ ফেরত এক ব্যক্তিকে চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।

আরও পড়ুন>> ‘বিদেশফেরত আত্মীয়দের ১৪ দিন ঘরে থাকতে উৎসাহিত করুন’

এদিকে অসুস্থ বোধ করার কারণে রোববার (২২ মার্চ) থেকে হোম কোয়ারেন্টিনে আছেন ডেল্টা হাসপাতালের পরিচালক ডা. বদিউজ্জামান।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
পিএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।