ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনা আক্রান্ত সন্দেহে ২ যুবক শেবাচিম হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
করোনা আক্রান্ত সন্দেহে ২ যুবক শেবাচিম হাসপাতালে ভর্তি

বরিশাল: বরিশালে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে দুই যুবককে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল নগরের ৮ নম্বর ওয়ার্ডের বাজার রোড এলাকার শাওন মিয়া (২৩) হাসপাতালে ভর্তি হন।

তিনি শ্বাসকষ্ট, কাশি ও জ্বরে ভুগছিলেন। অপরদিকে বরিশালের বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামের স্বপন হাওলাদার (২৭) নামে এক রোগী জ্বর, গলা ব্যথা ও কাশি নিয়ে হাসপাতালে এলে তাকেও শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বাংলানিউজকে জানান, সন্দেহজনক ওই দুই যুবককে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।