ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে শেবাচিম হাসপাতালে হাত-মুখ ধুয়ে প্রবেশের নিয়ম চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
বরিশালে শেবাচিম হাসপাতালে হাত-মুখ ধুয়ে প্রবেশের নিয়ম চালু বরিশাল শেবাচিম হাসপাতালে প্রবেশের আগে হাত ধুচ্ছেন আগতরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: সাবান দিয়ে হাত-মুখ ধুয়ে প্রবেশের নিয়ম চালু করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল পরিচালক ডা. মো. বাকির হোসেন। 

এ লক্ষে হাসপাতালের জরুরি বিভাগের সামনে আটটি বেসিন স্থাপনসহ সাবান সরবরাহের ব্যবস্থা করেছেন তিনি।  

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে এ নিয়ম মেনে হাসপাতালে প্রবেশ করতে দেখা গেছে রোগী ও তাদের স্বজনসহ প্রবেশকারীদের।

নিজস্ব জনবল দিয়ে সবাইকে বাধ্যতামূলক হাত-মুখ ধুয়ে হাসপাতালের প্রবেশ নিশ্চিত করা হচ্ছে।  

এ বিষয়ে পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, করোনা প্রতিরোধ ছাড়াও মানুষের সুস্থ থাকার জন্য সাবান দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড হাত ধোওয়া জরুরি। হাসপাতালে প্রবেশের আগেই নয়, নিজ বাড়িতে নিয়মিত ও বারে বারে হাত ধোওয়ার অভ্যাস তৈরি হলেই আমাদের সফলতা আসবে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।